ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল সভাপতি নিকোলাওস কে. মার্গারোপোলোস ও আসিফ এ. চৌধুরী সহ-সভাপতি পুনর্নির্বাচিত

ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল আনন্দের সাথে ঘোষণা করছে যে, নিকোলাওস কে. মার্গারোপোলোস দ্বিতীয় ধারাবাহিক মেয়াদে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সাথে বাংলাদেশে চিলির সম্মানিত কনসাল আসিফ এ. চৌধুরীও ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

মরক্কোর মারাকেশে ৩১শে অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল এর সাধারণ পরিষদের অধিবেশনে এই পুনর্নির্বাচন নিশ্চিত করা হয়েছে। এটি গত মেয়াদে নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি আস্থার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল হলো একটি বৈশ্বিক সংগঠন যা সম্মানসূচক কনসালদের ঐক্যবদ্ধ করে এবং আন্তর্জাতিক সহযোগিতা, সুশাসন ও বিশ্বব্যাপী কনস্যুলার প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে কাজ করে।

আসিফ এ. চৌধুরী বলেন: “ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল এর সহ-সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। সভাপতি মাননীয় নিকোলাওস মার্গারোপোলোসের বিশিষ্ট নেতৃত্বে কাজ করতে পেরে আমি গর্বিত, যিনি তার দৃষ্টি ও নিষ্ঠার মাধ্যমে ফেডারেশনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমরা একসাথে আমাদের সাফল্যের ভিত্তির উপর দাঁড়িয়ে বৈশ্বিক কনস্যুলার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তাদের পূর্ববর্তী মেয়াদে সভাপতি মার্গারোপোলোস ও সহ-সভাপতি চৌধুরী বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে রয়েছে আঞ্চলিক সহযোগিতা কর্মসূচি, কনস্যুলার সেবার উন্নয়ন, এবং সম্মানসূচক কনসালদের জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি।

সভাপতি  নিকোলাওস মার্গারোপোলোস সাধারণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: “এই মর্যাদাপূর্ণ ফেডারেশনের নেতৃত্ব অব্যাহত রাখতে পারা আমার জন্য গৌরবের বিষয়। আমাদের নিবেদিতপ্রাণ সহ-সভাপতিগণ, নির্বাহী কমিটি এবং বিশ্বের সর্বত্র থাকা সদস্যদের অব্যাহত সমর্থনে ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল কূটনীতি, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে সম্মানসূচক কনসালদের গুরুত্বপূর্ণ ভূমিকার শক্তিশালী প্রবক্তা হিসেবে কাজ করে যাবে।”

সহ-সভাপতির পদে চৌধুরী কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিস্তৃত অভিজ্ঞতা নিয়ে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশে চিলির সম্মানসূচক কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সভাপতি ও নির্বাহী কমিটির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ওয়ার্ল্ড ফেডারেশন অব কনসাল এর কৌশলগত লক্ষ্যসমূহ অগ্রসর করা এবং বিশ্বব্যাপী কনস্যুলার সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা আরও গভীর করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + eight =