নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতেছিল বাংলাদেশ নারী দল। আর আজ ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারাতে পারলে বিশ্বকাপের টিকিট পেত টাইগ্রেসরা। তবে চতুর্থ ম্যাচে এসে ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির দল। ফলে বিশ্বকাপের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে।
লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শারমিন আক্তার। জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা প্রত্যাশামত হয়নি। ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত ওপেনার হাইলি ম্যাথিউস শুরুতে ব্যাট করার মতো পরিস্থিতিতে না থাকায় এদিন ইনিংস ওপেন করেন কিয়ানা জোসেফ ও জায়দা জেমস। জায়দা ৯ রান করে সাজঘরে ফিরলে ভাঙে ২৬ রানের উদ্বোধনী জুটি। তাকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস।
আরেক ওপেনার কিয়ানা দুর্দান্ত শুরু এনে দেন দলকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিবিয়ানদের শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে ৩১ রানে থেমেছেন তিনি। এই ওপেনারকে জ্যোতির ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন রাবেয়া খান।
ইনিংসের ১৭তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ব্রেকথ্রু দিয়েছেন ফাহিমা খাতুন। ২৪ রান করা শেইমেন ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন এই লেগি। ৭৪ রানে তৃতীয় উইকেটের পতনের পর চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে দূরে ঠেলে দিচ্ছিলেন হাইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৬ রান যোগ করেন। ম্যাথিউসকে ফিরিয়ে অবশেষে সেই জুটি ভেঙেছেন মারুফা আক্তার। ৪৫ বলে ৩৩ রান করেছেন ক্যরিবিয়ান অধিনায়ক।
এক ওভার পর আবারো ক্যারবিয়ান শিবিরে আঘাত হানেন মারুফা। এবার তার শিকার আরেক সেট ব্যাটার টেইলর। ফিরতে ক্যাচ দিয়ে ফেরা টেইলরের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৩৬ রান। পরপর নিজের দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মারুফা।
কিন্তু এরপর ষষ্ঠ উইকেট জুটিতে আবারো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ক্যারিবিয়ানরা। বিশেষ করে ছিহনেল হেনরি। তার ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এ ছাড়া ১০ বলে ১১ রান করে শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আলিইয়া অ্যালেন।