ওয়েব ফিকশন নিউ মার্কেট মুক্তি পেল

রুবেল আনুশের কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ওয়েব ফিকশন ‘নিউ মার্কেট’। দুর্গাপূজা উপলক্ষে এটি ইউটিউবে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম।

‘নিউ মার্কেট’ নির্মিত হয়েছে ছায়াছন্দের ব্যানারে। চলতি বছর জুনে শুটিং হয়েছিল এটির। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘নিউ মার্কেট’, এমনটাই জানিয়েছেন রুবেল আনুশ। ছায়াছন্দ ইউটিউব চ্যানেল প্রকাশ হয়েছে ‘নিউ মার্কেট’।

তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনিসংকেত। তুচ্ছ ঘটনার কারণে অনেক সময় আমরা অতিমূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। ছোট্ট কোনো ঘটনা দিন শেষে ভয়ানক রূপ ধারণ করে আমাদের ওপর অশনিসংকেত হয়ে দাঁড়ায়। গল্পে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি।’

গল্পে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন সায়েরা তানজিম তটিনী। তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। এ ছাড়া আরও অভিনয় করেছেন ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 1 =