কঙ্গনা রানাউত ‘সীতা’ হয়ে আসছেন

‘সীতা: দ্য ইনকারনেশন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত, কারিনা কাপুর খান নন।

ছবির একটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে পরিচালক অলৌকিক দেশাইকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পরিচালক নেটমাধ্যমে লিখেছেন, ‘যা এতদিন মরীচিকার মতো লাগত, তা এখন বাস্তব মনে হচ্ছে। এমন এক ধার্মিক চরিত্রকে আগে কখনও পর্দায় আবিষ্কার করা হয়নি। কঙ্গনা রানাউতকে সীতা হিসেবে পেয়ে আমি খুবই খুশি।’

পরিচালকের পোস্টকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনে কঙ্গনা লিখেছেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 1 =