কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান

ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী তাহসান রহমান খান। এত দিন আড়াল করে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠনালির সমস্যার কথা নিজেই জানিয়েছেন তাহসান। তিনি জানান, তাঁর ভোকাল কর্ডে বেশ কয়েক বছর আগে একটি রোগ ধরা পড়ে, যেটি মূলত ২০১৮ সাল থেকে শুরু হয়।

এরপর থেকেই তিনি আর আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না। এমনকি, আদৌ তিনি আর গাইতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কিত তাহসান।

তাহসান বলেন, ‘২০১৮ সালে কণ্ঠনালিতে সমস্যা ধরা পড়ার পর আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। এ কারণে গান অনেক কমে গেছে।’

মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাহসান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই সমস্যার কারণে জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে তাহসানের। বদল এনেছেন খাদ্যাভ্যাসেও। তাহসান বলেন, ‘আজকে হয়তো একটা বড় কনসার্ট আছে, আমাকে তো গাইতেই হবে। এ রকমও হয়েছে যে, আমার কণ্ঠনালির অবস্থা খুবই খারাপ। গলার ব্যথায় কথাও বলতে পারছি না। কিন্তু আমাকে ওই দিনও হয়তো এক ঘণ্টা গান গাইতে হবে। এমনও হয়েছে, আমি যে লেভেলে পারফর্ম করি, সেটা হয়তো দিতে পারিনি। কিন্তু আমি খু্ই ভাগ্যবান, শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এ কথাটা এ কারণে বললাম যে, যত দিন যাচ্ছে, আমার গান গাওয়ার অ্যাবিলিটি (কমে আসছে)। ভক্তদের এটা এজন্য জানিয়ে দিলাম যে, আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।’

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন তাহসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × two =