কথক নৃত্য উৎসব শুরু বুধবার

এ বছর আমাদের আয়োজনে বায়ান্ন থেকে চব্বিশ পর্যন্ত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য একটি পরিবেশনা রয়েছে,” বলেন সাজু।

সারাদেশের শিল্পীদের অংশগ্রহণে তিন দিনের কথক নৃত্য উৎসব শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘কথক নৃত্য সম্প্রদায়’ সংগঠনের পরিচালক সাজু আহমেদ।

তিনি বলেন, “প্রতিবছরের মতো এবছরও উৎসবটি পালিত হবে। আমরা প্রথম দুইদিন ছায়ানটে আয়োজন করব। পরদিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে করতে চেয়েছি। অনুমতি পেলে সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তৃতীয় দিন আয়োজন হবে। এমনও হতে পারে যে- দুই জায়গায়ই আয়োজন করা হতে পারে।

লিখিত বক্তব্যে সাজু বলেন, পন্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কথক নৃত্য উৎসবে অংশ নেবেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা।

নৃত্যকলায় জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত শিশুকিশোররা এই উৎসবে অংশগ্রহণ করবেন। এছাড়া উৎসবে একজন নৃত্যগুণীকে কথক নৃত্যগুরু জিনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদকে ভূষিত করা হবে।

সাজু আহমেদ বলেন, এ বছর আমাদের আয়োজনে বায়ান্ন থেকে চব্বিশ পর্যন্ত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য একটি পরিবেশনা রয়েছে। এছাড়া সাতচল্লিশ সালে যে দেশভাগ হয়েছে, সে বিষয়ে ‘প্রসঙ্গ-৪৭’ নামে একটি আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান মনিরা পারভীন বলেন, “আমদের এই উৎসব আসলে একটি মিলনমেলা। আমরা যারা শিক্ষক পেশায় চলে এসেছি, তারা নাচের মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করি।

যারা শিক্ষার্থী, তারা এর মাধ্যমে সমৃদ্ধ হতে পারে। ফলে আমরা চাইব বিশ্ববিদ্যালয়ের যত বেশি শিক্ষার্থীকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। সংবাদ সম্মেলনে নৃত্যশিল্পী বৈশাখী মজুমদার, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইমন কুমার দে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 − 1 =