কথাসুন্দর নাট্যদলের ‘খেলাঘর’ ভারতে নাট্যোৎসবে আমন্ত্রিত

‘কথাসুন্দর’ নাট্যদলের প্রথম প্রযোজনা হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউজ’ অবলম্বনে ‘খেলাঘর’ নাটকটি। এটি পশ্চিমবঙ্গে নাট্যৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। পশ্চিমবঙ্গের ‘খড়দহ আর্টিস্ট গ্রুপ’র আয়োজনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী’ ‘ভারত বাংলাদেশ মৈত্রী নাট্যৎসব ২০২২’ উদযাপন উপলক্ষে ৪ দিনব্যপী নাট্যোৎসবে এটি মঞ্চে আসবে।

উৎসবের ২য় দিনে আগামী ১৯ জুন রোববার কথাসুন্দর নাট্যদলের নাটকটি মঞ্চস্থ হবে। উদ্বোধন করবেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার। বিশেষ অতিথি নাট্য পরিচালক দেবাশীষ রায় এবং মলয় মিত্র।

এছাড়াও ‘ষড়ভূজের’ আমন্ত্রণে ২১ জুন গিরিশমঞ্চে, মেদিনীপুরের ‘ষড়ঙ্গ’ আয়োজিত নাট্যৎসবে ২৩ জুন প্রদর্শিত হবে ‘খেলাঘর’ নাটকটি।

এর সম্পাদনা ও মঞ্চ নির্দেশনা করেছেন কুন্তল বড়ুয়া, আলোক পরিকল্পনা করেছেন সুদীপ সান্যাল (কলকাতা), আবহ সংগীত করেছেন দেবাশীষ রায়, নৃত্য পরিকল্পনায় প্রমা অবন্তী।

কথাসুন্দর নাট্যদলের ১৫ জন সদস্য হলেন জান্নাতুল নাঈম মুক্তা, ইউনুস রানা, সুবীর মহাজন (প্রযোজনা অধিকর্তা), হিমাদ্রী শেখর রায়, সানজিদা আমিন, আহাদনূর ফকির, সাথী চক্রবর্তী, সঞ্জিত কুমার দে, অভ্র বড়ুয়া ও আব্দুল মালেক প্রমুখ।

আগামী ১৬ জুন বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্য রওনা দেবে কথাসুন্দর নাট্যদলের সদস্যরা।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five − 3 =