কপ ৩১ অনুষ্ঠিত হবে তুরস্কের আন্তালিয়া আর কপ৩২ ইথোপিয়ায়

জাতিসংঘ নিশ্চিত করেছে যে ২০২৬ সালে কপ আয়োজন করবে তুরস্ক, যা দেশটির প্রথমবারের মতো কোনো জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে আন্তালিয়া শহরে। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর একটি সমঝোতার ভিত্তিতে তুরস্ক আয়োজক হলেও অস্ট্রেলিয়া নেবে কপ৩১–এর প্রেসিডেন্সির। এই শর্তেই নিজেদের আয়োজক হওয়ার আবেদন প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। এই ব্যবস্থাকে অনেকে প্রশংসা করলেও সমন্বয়গত জটিলতার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

তুরস্ক জানিয়েছে, কপ৩১ আয়োজন তাদের জন্য “বৈশ্বিক বিভাজন দূর করার সুযোগ।” অন্যদিকে অস্ট্রেলিয়া বলেছে, তারা এই প্রেসিডেন্সির মাধ্যমে “প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর বাস্তব জলবায়ু সংকটকে আলোচনার কেন্দ্রে আনতে চায়।” তবে পরিবেশ সংগঠনগুলোর দাবি, তুরস্কের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা সম্মেলনের উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে।

অন্যদিকে ২০২৭ সালে কপ৩২–এর  আয়োজক নির্বাচন করা হয়েছে ইথিওপিয়াকে। আফ্রিকার দেশগুলো এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এটিকে “গ্লোবাল সাউথের জলবায়ু নেতৃত্বের বড় সুযোগ” হিসেবে দেখছে। ইথিওপিয়া ঘোষণা করেছে যে কপ৩২–কে তারা “অভিযোজন অর্থায়ন ও স্থিতিশীলতা জোরদারের মোড় ঘোরানো মুহূর্ত” করতে চায়।

কপ৩১–এর প্রস্তুতি শুরু হওয়ায় কূটনীতিকদের মতে, পরপর তুরস্ক ও ইথিওপিয়ায় আয়োজিত এই সম্মেলন দু’টি বৈশ্বিক জলবায়ু আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে—বিশেষ করে এমন সময়ে, যখন জলবায়ু পদক্ষেপের জন্য এই দশকই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + fifteen =