করোনায় একজনের মৃত্যু, শনাক্ত হার ১৩.৩০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। বুধবার (২২ জুন ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। গতকাল (২১ জুন) শনাক্ত ছিল ৮৭৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩৪ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ১৪০৬ জন শনাক্ত হয়েছিলেন। এরপর এ সংখ্যা আর হাজারের ওপর ওঠে নাই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৫২টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৪৯ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৩০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সিলেটে একটি বাসায় মৃত্যুবরণ করেন।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 3 =