করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। এর আগে ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় বুধবারের হিসাব মতো দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬২ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাক ৪৩ হাজার ৪৯১ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলে উঠলেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five − 3 =