করোনা শনাক্ত হার কমে ৬.৭৭ শতাংশ, মৃত্যু ১৬ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।  শনাক্তের হার নেমেছে ৬ দশমিক ৭৭ শতাংশে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ৯৯০ জন এবং মোট শনাক্ত ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৪২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৫৪৭টি। এ পর্যন্ত মোট এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৯ জন নারী। এরমধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বাংলা ট্রিবিউন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + six =