কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় তৃতীয় বারের মতো কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
সোমবার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
তিনি জানান, হ্রদ তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের পর ১০৮ দশমিকক ৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় কর্তৃপক্ষ পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এর আগে আরও দু’দফায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হয়েছিল। হ্রদের পানি আবারো বিপদসীমা অতিক্রম করায় আজ সোমবার তৃতীয় বারের মতো খুলে দেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।