অভিনেত্রী জয়া আহসান ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জয়া আহসান তার পুরষ্কার জয়ের ছবি পোস্ট করে ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেন।
পোস্টে জয়া লেখেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে এই সম্মাননা পাওয়া আমার জন্য ভীষণ আনন্দের ও গর্বের। ‘পুতুলনাচের ইতিকথা’ আমার অভিনয় জীবনের একটি বিশেষ কাজ। সমালোচকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
কলকাতার টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে জয়ার অভিনয়শৈলী দর্শক ও সমালোচক মহলে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যা তাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।
সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জয়া আহসানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। বিশেষ করে জয়ার চরিত্রের মাধ্যমে গ্রামবাংলার এক চিরচেনা কিন্তু শক্তিশালী নারীর রূপ ফুটে উঠেছে। তার সংবেদনশীল অভিনয়কে অনেকেই বছরের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন।
ভারতে জয়া আহসানের এই অর্জন বরাবরই বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গর্বের বিষয়। এর আগেও ভারতে একাধিকবার সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেও প্রতিবারই নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে নিজেকে প্রমাণ করে চলেছেন এই অভিনেত্রী।