কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন আনিকা

কলকাতার ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ডে ২০১৯ সালের সেরা সংগীতশিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের আলোচিত গায়িকা তাসনিম আনিকা। প্রথম প্লেব্যাকের জন্যই এই অ্যাওয়ার্ড পেলেন তিনি। ‘জলে ভাসা ফুল’ শিরোনামের আনিকার গাওয়া গানটি ছিল সাকিব সনেটের ‘নোলক’ সিনেমায়।

গানটিতে আনিকার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেন হৃদয় খান। সিনেমার পারফর্ম করেন শাকিব খান ও ববি হক।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনিকা বলেন, ‘সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড। পুরস্কারটি হাতে পাওয়ার পর থেকে দারুণ অনুভূতি কাজ করছে মনে। এটি আমাকে সামনে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি।’

শনিবার (১৪ মে) সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। গত তিন বছর করোনার কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা না হলেও এবার বেশ ঘটা করেই ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরের পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 19 =