কলকাতা ফিল্মফেয়ারে ৮ ঢাকাই তারকা মনোনয়ন পেয়েছেন

আগামী ২৯ মার্চ কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসর। বাংলাদেশিদের জন্য এবারের আয়োজনটি অন্যসব বারের চেয়ে বেশি আগ্রহের। কারণ এবার তালিকায় ৮টি মনোনয়ন রয়েছে।

জয়া আহসান তো এর আগে একাধিক ফিল্মফেয়ার ঘরে তুলেছেন। এবারও মনোনয়ন রয়েছে এই মেধাবী অভিনেত্রী। তিনি ছাড়াও ঢাকাই তারকাদের মধ্যে বিভিন্ন শাখায় মনোনয়ন রয়েছে অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের।

এবার দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় আরও আছেন চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি। আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তার লড়তে হবে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে।

তাসনিয়া ফারিণও পেয়েছেন দুটি মনোনয়ন। সেরা নবগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায় রয়েছে ফারিণের নাম। তার সঙ্গে আরও রয়েছেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু। এছাড়া সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ফারিণ। একই শাখায় রয়েছে বাংলাদেশের মেধাবী অভিনেত্রী অপি করিমের মনোনয়ন।

ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম ও অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিন। তাদের সঙ্গে তালিকায় আরও রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তালিকায় তার সঙ্গে আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্য।

এছাড়া বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুকের যৌথভাবে প্রযোজিত ‘মায়ার জঞ্জাল’ মোট ১০টি শাখায় মনোনয়ন পেয়েছে। তারমধ্যে সেরা চলচ্চিত্র (সমালোচক) ক্যাটাগরিতে পুরস্কার পেলে বাংলাদেশও হবে তার সমান ভাগীদার। এই শাখায় অন্যান্য মনোনয়নগুলো হলো নীহারিকা, পালান, শেষপাতা এবং শহরের উষ্ণতম দিনে।

সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম সাকিব। ‘চিনি ২’ সিনেমায় তার গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে তালিকায় আরও রয়েছেন অনুপম রায়, আরিজিৎ সিং, রূপম ইসলাম, ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 1 =