কানাডায় দাবানলে পুড়েছে ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা

কানাডায় চলতি বছর দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা। সরকারি তথ্য থেকে শনিবার এ কথা জানা গেছে। এটি এমন একটি রেকর্ড ব্রেকিং ঘটনা যা বিজ্ঞানীদের হতাশামূলক  ভবিষ্যদ্বাণীকেও ছাড়িয়ে গেছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএফএফসি) বলেছে, এর আগে ১৯৮৯ সালে পুরো বছর ধরে দাবানলে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল। চলতি বছর সাড়ে ছয় মাসে দাবানলে যে এলাকা পুড়েছে তা পর্তুগাল কিংবা আইসল্যান্ডের সমান।

কানাডায় জানুয়ারি থেকে শুরু হওয়া এ দাবানলে দেড় লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত এবং একজন অগ্নিনির্বাপক সদস্য মারা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =