লালনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র কানে নমিনি অ্যাওয়ার্ড অর্জন করলো

ফ্রান্সে অনুষ্ঠিতব্য ‘কানস্ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে’ নমিনি অ্যাওয়ার্ড অর্জন করে নিলো চিত্র নির্মাতা আশিক রাজিব। মরমী সাধক লালন সাঁইকে নিয়ে আশিক রাজিব নির্মিত ‘সাধক লালন সাঁইজি- দ্যা ডিভাইন সওল’ চলচ্চিত্রটি বেস্ট ডকুমেন্টরি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করে। মরমী সাধক লালন সাঁই-এর জীবন, কর্ম ও দর্শনকে কেন্দ্র করে এই তথ্যচিত্রটির নির্মাণ বলে জানান নির্মাতা। জানা গেছে, আগামী শুক্রবার (৬ জানুয়ারি) ফ্রান্সে অনুষ্ঠিতব্য এই আয়োজনে চলচ্চিত্রটি দেখানো হবে।

বাঙালির নিজস্ব স্বকীয়তার এই চলচ্চত্রটিই এর আগে ২০২২ সালে মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হয় কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। এরপর নতুন এই প্রাপ্তি যেন বাংলার সুফিধারার তথ্য চিত্রকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে গেলো আরো একধাপ।

এই বিষয়ে নির্মাতা আশিক রাজিব বলেন, আমার নির্মাণ করা চলচ্চিত্র যে বাংলাদেশকে বিশ্ব দরবারে গর্বিত করেছে, এটা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আমি ভবিষ্যতে আরো সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে বিশ্বদরবারে বাংলাকে এগিয়ে নিতে চাই। বাংলার শিল্প-সাহিত্য-দর্শন-বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে চাই।

রাজিব জানান, কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল থেকে গত ৩০ নভেম্বর মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার পর ০৭ ডিসেম্বর কানস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে তথ্যচিত্রটি জমা দেওয়া হয়। পরবর্তীতে ২১ ডিসেম্বর ২০২২ তারিখে জুরিবোর্ডের মেম্বার এবং এজিএম মিউজিক ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রতিষ্ঠাতা মার্ক এস বেরি এবং পৃথিবী বিখ্যাত ভিজুয়াল এফেক্ট সুপারভাইজার জিম রাইগাল তাদের সুদক্ষ বিচারে তথ্যচিত্রটি নমিনি অ্যাওয়ার্ডে ভূষিত করে।

তথ্যচিত্রটি নির্মাণে এই নির্মাতার সঙ্গে আরো যুক্ত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে আসিফ আরাফাত গালিব, ড্রোন পাইলট হিসেবে আবু মিরাজ রুদ্র, স্ক্রিপ্ট রাইটিংয়ে রব রাইসন, গিম্ব্যাল শর্টে সৌরভ কুমার, ভিডিও এডিটিংয়ে কাজী ওহী এবং ভয়েস ওভারে ইভান ক্রিস্টোফার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − one =