‘কান’-এ উর্বশীর নীল লিপস্টিক

আপাতত বলিউড ও হলিউডে এখন চর্চায় আছে কান চলচ্চিত্র উৎসব। চলতি বছরে বেশ কিছু নতুন মুখ বলিউড থেকে কান উৎসবে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যেই রেড কার্পেটে দেখা মিলেছে ঐশ্বরিয়া রাই, উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলি খান ও মানুশি চিল্লারদের।

গত বৃহস্পতিবার রাতে উর্বশী রাউতেলা ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল ‘ইন্ডিয়ানা জোন্স এবং ডায়াল অব ডেসটিনি’র স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন। রেড কার্পেটে হাঁটার সময় এই অভিনেত্রী একটি অফ শোল্ডার ক্রিম এবং ফিরোজা নীল রঙের পোশাক বেছে নিয়েছিলেন। তবে চমক ছিল ঠোঁটে। উর্বশী তার গাউনের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের লিপস্টিক পরেছিলেন। এর আগে কানের লাল গালিচায় বেগুনি লিপস্টিক পরে ২০১৬ সালে সবাইকে চমকে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই।

উর্বশীর নীল রঙের লিপস্টিক পরার সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী, কিন্তু নেটিজেনদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখলেন, ‘ঐশ্বরিয়া ভাবছে নিজেকে’। কেননা, ঐশ্বরিয়ার স্টাইলেই রেড কার্পেটে দাঁড়িয়ে হাত নাড়েন উর্বশী এবং সবাইকে ফ্লাইং কিস ছোড়েন।

এর আগে কানের প্রথম দিনে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। গোলাপি বল গাউনের সঙ্গে তিনি গলায় পরেছিলেন একটি এলিগেটর নেকপিস। কুমির শেপের সেই গলার হার নিয়ে উর্বশীর ছবি সামনে আসতেই অনেকে কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছে।

চলতি বছর কানের মঞ্চে লঞ্চ হবে পারভিন বাবির বায়োপিকের ফটোকল। সেই সূত্রেই উর্বশীর ফ্রেঞ্চ রিভারায় পদার্পণ। পারভিন বাবির জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন উর্বশী। দুই হাজারের বেশি তারকা ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন। চলতি বছরে জনি ডেপের সিনেমা জিন ডু ব্যারির প্রদর্শন দিয়ে শুরু হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =