কালরাতে  ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শুক্লপক্ষ

কাল ২ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য ছিল শুভলগ্ন। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে দাপুটে জয়ের পর আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় কঠিন করে জিতেছে ছেলেদের দল। মারুফার দুটি দুর্দান্ত ট্রেডমার্ক  ইনসুইং প্রথম ওভারেই পাকিস্তানকে কোনঠাসা করে ফেলেছিলো। এর পর স্বর্ণা, নাহিদা, ফাতিমা, রাবেয়া, নিষিতাদের বাহারি স্পিন আক্রমণে খেই হারিয়ে ফেলা পাকিস্তান ১২৯ রানে গুটিয়ে যায়। এরপর অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের প্রাণবন্ত ব্যাটিং এবং নিগার সুলতানা, সুবহানা মুস্তারীর দায়িত্বশীল ব্যাটিং বাংলার বাঘিনীদের ৭ উইকেটে দাপুটে জয় এনে দেয়। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ভালো বোলিং করে ওদের ১৫১/৯ সীমিত রেখেছিলো। তানজিদ তামিম (৫১) আর পারভেজ ইমন (৫৪) প্রথম উইকেট জুটিতে ১১.৪ ওভারে ১০৯ রান তুলে সহজ জয়ের পরিবেশ সৃষ্টি করেছিল। কিন্তু ফরিদ আহমেদের বলে পারভেজ ইমন ফিরে যাওয়ার পর কুশলী রাশিদ খানের ঘূর্ণি বলে দিশে হারায় বাংলাদেশ। ১০৯-১১৮ ছয় ছয়টি উইকেট কর্পূরের মত উবে যায়। কাঁপুনি ধরে বাংলাদেশ তাঁবুতে। সৌভাগ্য নুরুল হাসান সোহান ছিল উইকেটে। ১৩ বলে দুই ছয় আর এক ছারে অপরাজিত ২৩ রান করে রিশাদ হোসেনকে সঙ্গী করে ৪ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ। বাংলাদেশ ক্রমাগত মিডল অর্ডার ব্যাটিং সমস্যায় ভুগছে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং স্বাভাবিক না থাকায় সুযোগ থাকা সত্ত্বেও ফাইনাল খেলতে পারেনি। বছরের পর বছর মুশফিকুর রহিম আর মাহমুদুলহ রিয়াদ নির্ভরতার সঙ্গে এই দায়িত্ব পালন করে গেছে। ওদের অবসরে এই শুন্য স্থান পূরণে নির্ভরযোগ্য নতুন প্রজন্মের দেখা মিলছে না।

মেয়েদের বিশ্বকাপে বাংলার বাঘিনীদের শুভসূচনা

বিশ্ব কাপের মত বড় আসরে বাংলাদেশের মেয়েদের সাফল্য নিয়ে বড় কিছু আশা করেনি খোদ বিসিবি।  প্রস্তুতির জন্য কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। তাই স্বল্প প্রস্তুতি নিয়েই নিগার সুলতান জ্যোতির নেতৃত্বে দলটিকে পাঠানো হয়েছে দলকে। এই আসরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত তুখোড় অভিজ্ঞ দল আছে। আছে পাকিস্তান, শ্রীলংকা। কাল প্রথম ম্যাচে বাংলার বাঘিনীরা হুঙ্কার তুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে। মারুফা আক্তার প্রথম ওভারের শেষ দুই বলে দুইটি বিষাক্ত ইনসুইং বলে ওমাইমা সোহায়েল আর সিদরা আমিনের উইকেট উপড়ে ফেলে। যে কোনো বিবেচনায় বল দুটি ছিল আন্তর্জাতিক মানের। দেয়ালে পিঠ রেখে পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ দেয়নি বাংলার মেয়েরা নিখুঁত বোলিংয়ে নিয়মিত উইকেট তুলে নিয়ে। রামিন শারমিন ২৩ আর ফাতিমা সানা ২২ করে কিছুটা প্রতিরোধ গড়লেও স্বর্ণা আক্তার (৩/৫), নাহিদা আখতার (২/১৯), রাবেয়া, নিশি আর ফাহিমার বৈচিত্রপূর্ণ স্পিন আক্রমণের মুখে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশ ইনিংসের শুরুতে ফারজানা হক স্বল্প রানে ফিরলেও অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ধীরস্থির ব্যাটিং করে ৫৪ রানে অপরাজিত থাকে। অধিনায়ক নাহিদ সুলতানা ২৩ এবং সুবহানা মুস্তারী অপরাজিত ২৪ করে ১৮.৫ বল হাতে রেখেই দলকে ৭ উইকেটের বিশাল জয় এনে দেয়। কেউ আশা করে না বাংলাদেশ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড দলকে টপকে টুর্নামেন্টে চমক সৃষ্টি করবে। তবে নিগার সুলতানার দল লড়াই করবে এতটুকু বলা যেতেই পারে।

সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ

দ্বিপাক্ষিক টি ২০ সিরিজে কাল বাংলাদেশ সহজ ম্যাচ কঠিন করে জিতেছে। বোলাররা যথারীতি নিজেদের সামর্থের সবটুকু দিয়ে আফগান ইনিংস ১৫১/৯ সীমিত রেখেছিলো। রিশাদ হোসেন (২/৩৩), তানজিম সাকিব (২/৩৪), নাসুম আহমেদ (১/১৮), মুস্তাফিজ ( ১/২৪) এবং তাসকিন (১/৪০) আফগান ইনিং শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখেছিলো। রামানুল্লাহ গুরবাজ (৪০) আর মোহাম্মদ নবি (৩৮) ছাড়া কেউ স্বস্তিতে ব্যাটিং করেনি। এমন ম্যাচ সহজে জিতে নিবে বাংলাদেশ সেটি ছিল প্রত্যাশিত।

নিজেদের ইনিংসের সূচনায় তানজিদ তামিম  ৫১) এবং পারভেজ হোসেন ইমন (৫৫) প্রথম উইকেটে ১০৯ রান তুলে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিলো। কিন্তু রাশিদ খানের আগ্রাসনে ১০৯-১১৮ মাত্র ১৯ রানে ৬ উইকেট দ্রুত ঝরে পড়ে ম্যাচ হেরে যাওয়ার শংকা জেগেছিলো। সাইফ, জাকের, শামীম কেউ দাঁড়াতেই পারেনি। সৌভাগ্য নুরুল হাসান নিজের মুর্তিতে সক্রিয় হয়ে ১৩ বলে ২ ছক্কা আর ১ চারে ২৩ রান করে ৮ বল হাতে রেখে দলকে ৪ উইকেটে জয় এনে দেয়। বাংলাদেশ কিছুতেই মিডল অর্ডার ব্যাটিং ধস সামাল দিতে পারছে না। আমিনুল ইসলাম বুলবুলকে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বাংলাদেশের ব্যাটিং নিয়ে যথার্থই কাজ করার পরামর্শ দিয়েছেন। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হয়ত টপ অর্ডার সামাল দিবে আরো পরিণত হবে। লিটন থাকলে হয়ত অবদান রাখবে। কিন্তু জাকের অনিক, শামীম বা অন্য কেউ মিডল অর্ডারে মুশফিক আর মাহমুদুল্লার শুন্য স্থান পূরণ করতে পারছে না. উপযোগী উইকেটে রাশিদ খানের (৪/১৮) সংহারী মূর্তির সামনে অসহায়ের মত আত্মাহুতি দিয়েছে কাল। দেখা যাক আজ পরিবর্তন হয় কিনা?

তবে বলতেই হবে কাল বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল শুক্ল পক্ষ। বিসিবি নির্বাচন নিয়ে চলমান বিতর্ক মাঠের খেলায় প্রভাব ফেলে নি এটি স্বস্তির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + twenty =