কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়

রাজধানীর কাকরাইল এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে, পল্টন থানা পুলিশ ও ডিএমপি পুলিশের সমন্বয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ১০টি ডিজেল চালিত বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণ মাত্রা স্মোক অপাসিটি মিটার  দিয়ে পরিমাপ করা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘন এবং দণ্ড ১৫(১) অনুযায়ী কালো ধোঁয়া নির্গমনের কারণে ৬টি মামলায় ৬ জনকে মোট ৮ হাজার ৩ শ’ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির উদ্দিন আহাম্মদ প্রসিকিউশন প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 3 =