কাল স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মাঠে নামবেন আকরাম-নান্নু-সুজনরা

আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক প্রীতি ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দু’দলে ভাগ হয়ে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের হয়ে মাঠে নামবেন দেশের সাবেকরা।

ম্যাচটি সামনে রেখে আজ লাল ও সবুজ নামে দু’টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টেন ফরম্যাটের  প্রীতি ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

লাল দলে আছেন মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের মত সাবেক ক্রিকেটার। সবুজ দলে আছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ সুজনের মত সাবেক ক্রিকেটার।

বাংলাদেশ লাল দল: মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরি ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল: হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুস্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত, রবিউল ইসলাম ও রকিবুল হাসান।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =