কিংবদন্তী অভিনেতা নাসির উদ্দিন শাহ’র জন্মদিন আজ

নাসির উদ্দিন শাহ্‌। বলিউড ইন্ডাস্ট্রির এক নক্ষত্রের নাম। আজ ২০ জুলাই, এই কিংবদন্তীর জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে ইন্ডিয়ার উত্তর প্রদেশের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আফগান বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেতা। তার পিতা আলী মুহাম্মাদ শাহ এবং মাতা ফাররুখ সুলতান। নাসির উদ্দিন শাহ ভারতীয় সিনেমায় একাধারে কাজ করেছেন নির্মাতা এবং অভিনেতা হিসেবে। ভারতীয় সিনেমার মূল ধারায় যেমন তিনি ছিলেন সেরা, তেমনই বিকল্প ধারার চলচ্চিত্রেও কাজ করেছেন সগৌরবে।

তিনি সেন্ট অ্যাঞ্জেলস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ননিতলা সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখায় গ্রাজুয়েশন শেষ করেন।

১৯৮০ সালে ‘হাম পাঞ্চ’ নামে সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় মূলধারার চলচ্চিত্রে নাম লেখান। ১৯৮২ সালে ইসমাইল স্রেফ নির্মিত ‘দিল আখির দিল হ্যাঁয়’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী রাখির বিপরীতে। ১৯৮৩ সালে অভিনীত ‘মাসুম’ সিনেমাটি তার অভিনীত অন্যতম আলোচিত সিনেমা। ‘কারমা’ সিনেমায় ১৯৮৬ সালে পর্দায় আসেন দিলীপ কুমারের সঙ্গে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + fifteen =