কেনিয়ায় প্রদর্শিত হলো ‘মুজিব’

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের সফল প্রদর্শনী হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের জাতির পিতার বায়োপিকটি প্রথমবারের মতো দেখানো হলো আফ্রিকা মহাদেশে। চলচ্চিত্রটি গেল ৫ নভেম্বর দুপুর ২টায় বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব উদ্যোগে নাইরোবির ওয়েস্টগেট প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

প্রদর্শনের প্রারম্ভেই হাইকমিশনার তারেক মোহাম্মদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি উল্লেখ করেন, এ চলচ্চিত্রে জাতির পিতার শৈশব, কৈশোর, রাজনৈতিক কর্মমুখর জীবন, ঐন্দ্রজালিক নেতৃত্ব ও সর্বাত্মক আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন তখনই স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার হত্যার মাধ্যমে মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয়।

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ হত্যা করতে পারেনি। তিনি নতুন প্রজন্মসহ প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হওয়ার আহ্বন জানান।

২ শতাধিক প্রবাসী বাংলাদেশি চলচ্চিত্রটি উপভোগ করেন। সেই সঙ্গে কেনিয়ায় বসবাসরত পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্যসংখ্যক বাঙালি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেনিয়া সরকারের কিছু কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মিডিয়াকর্মী, নাইরোবির ভারতীয় হাইকমিশনার ও অন্য কূটনীতিকরা চলচ্চিত্রটি উপভোগ করেন।

এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ, দীঘি, সাবিলা নূর, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, ফজলুর রহমান বাবু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 8 =