কেন বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স ?

সালেক সুফী

বিপিএল ২০২৫ এযাবৎ গ্রুপ পর্যায়ে খেলা ৮ টি ম্যাচের প্রতিটি জিতে পূর্ণ ১৬ পয়েন্টস অর্জনকারী উত্তরবঙ্গের দল রংপুর রাইডার্স এখন তালিকার শীর্ষে। বলা যায় নক পর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে দলটি। ৮ ম্যাচে ২ এবং ৭ ম্যাচে ৪ পয়েন্টস অর্জনকারী ঢাকা ক্যাপিটাল এবং সিলেট সিক্সার্স ইতিমধ্যে ছিটকে পড়েছে। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টস অর্জনকারী ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস আছে সুবিধাজনক স্থানে। নক আউট পর্বের সর্বশেষ স্থানের জন্য উজ্জ্বল সম্ভাবনা আছে দুর্বার রাজশাহীর।  এমনিতেই আমার সাদা বল দিয়ে এবং রঙিন পোশাকে খেলা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের প্রতি অনুরাগ খুব বেশি নেই। তদুপুরি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের টুর্নামেন্টটি দেখনো ব্র্যান্ডেড না হয়ে ওঠায় এটি নিয়ে লেখার খুব তাগিদ অনুভব করি না। কিন্তু সময় সুযোগ হলেই অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট, বিগ বাশ, শেফিল শিল্ডের খেলা দেখি। তাই বিপিএলে বর্তমানে খেলা সাধারণ মানের বিদেশিরা আমাকে আকর্ষণ করে না। একসময় ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, ডেভিড ওয়ার্নার, এ বি ডিভিলিয়ার্স খেলে গাছে বিপিএল। সেই তুলনায়, সেই মাপের কোন বিদেশী খেলোয়াড় নেই বিপিএল ২০২৫। আর তাই বিপিএল ২০২৫ খেলার পারফরম্যান্স দেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন বিষয়ে উচ্ছাস প্রকাশ করার কারণ দেখি না। তবুও দেশের ব্যাটসম্যান বোলাররা ভালো খেলছে। উইকেট উন্নত মানের, বাংলা ইংরেজি ধারাভাষ্যের ম্যান উন্নত হয়েছে, আম্পায়ারিং ত্রুটিমুক্ত এগুলো শুভ পরিবর্তন।

অনেকের প্রশ্ন রংপুর তুলনামূলক ভাবে কম সমৃদ্ধ খেলোয়াড় নিয়েও এযাবৎ কেন সবচেয়ে সফল। দেখবেন আহামরি খুব বড় নাম নেই দলে। কিন্তু দলটি একটি সুনিদিষ্ট পদ্ধতি অনুসরণ করছে। প্রতিটি খেলোয়াড় নিজেদের নিদিষ্ট দায়িত্ব বিষয়ে অবহিত এবং প্রতিটি ম্যাচে দলটি দল হিসাবেই খেলছে। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান সামনে থেকেই দলকে পরিচালনায় মুন্সিয়ানা দেখিয়েছে। ফরচুন বরিশালের মত সমৃদ্ধ দলের বিরুদ্ধে একটি ম্যাচ অবিশাস্য ব্যাটিং করে জিতিয়েছে। ইংরেজ খেলোয়াড় আলেক্স হেলস কিছু ম্যাচ খেলেছে। কিন্তু দলের হয়ে তিন পাকিস্তানী খুশদিল শাহ, ইফতিখার এবং আকিফ জাভেদ নিয়মিত ভালো খেলছে। দলে আছে তরুণ পেসার নাহিদ রানা। সৌম্য থাকলেও এখনো খেলে নি। উদীয়মান তরুণ আজিজুল হাকিম তামিম এবং তাওফিক খানকে দলে নিয়ে বিচক্ষণতার পরিচয় দেয়া হয়েছে। জিতেই চলেছে রংপুর।  অন্তত দুটি টাইট ম্যাচ জিতেছে দলটি।

মীরপুর, সিলেটে কোন ম্যাচ হারে নি, চট্টগ্রামে প্রথম ম্যাচটি কাল জিতেছে। বাকি আছে কয়েকটি ম্যাচ। চিরদিন কোন দলের সমান যায় না। নক আউট রাউন্ডের আগে ম্যাচ হেরে ছন্দ পতন না হলে এবারের টুর্নামেন্ট জয়ের প্রধান দাবিদার রংপুর রাইডার্স সেটি বললে বাড়িয়ে বলা হবে না। দলটিকে শারীরিক এবং মানসিক ভাবে চনমনে মনে হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 1 =