দেশীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ও সুরকার লাকী আখান্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার গান নিয়ে নতুন গান পরিবেশনের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও বাংলা। এর মাধ্যমে লাকি আখান্দের প্রাণবন্ত অবিশ্বাস্য সৃষ্টিকর্ম এবং দেশের সংগীত অঙ্গনে তার অপরিসীম অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানানো হবে।
কোক স্টুডিও বাংলা তাদের ফেসবুক পেজে পোস্টে, যার বিস্ময়কর সব সৃষ্টিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি পেয়েছে এক ভিন্নমাত্রা, সেই সুরের ম্যাজিশিয়ান লাকী আখান্দকে কোক স্টুডিও বাংলায় নতুনভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।
১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল ‘হ্যাপি টাচ’-এর সদস্য ছিলেন। ওই সময়ে তার উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল- ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেয়ো না’ প্রভৃতি।
জাগো নিউজ