কৌশিকের হাত ধরে ৫০তম সিনেমায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা

বাংলা সিনেমার অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এখন পর্যন্ত এ জুটি ৪৯টি সিনেমায় কাজ করেছেন। এবার খোদ প্রসেনজিৎ দিলেন তাঁদের ৫০তম সিনেমার ঘোষণা। সম্প্রতি একটি দুর্গোৎসবের উদ্বোধনে এসে এ খবর জানালেন টালিউড সুপারস্টার।

পশ্চিমবঙ্গ সিনেমা ইন্ডাস্ট্রি যখন মন্দ সময়ের মুখোমুখি, তখন সুদিনের বাতাস ছড়িয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁরা ছিলেন নব্বইয়ের দশকের অন্যতম হিট জুটি। অনেকে তো ধরেই নিয়েছিলেন, বাস্তবজীবনেও দুজনের মাঝে রয়েছে প্রেমের সম্পর্ক। ‘নাগপঞ্চমী’ দিয়ে এই জুটি প্রথমবার দর্শকদের সামনে এসেছিলেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার পর টানা প্রায় এক যুগ আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। ২০১৬ সালে আবারও ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে একসঙ্গে পর্দায় দেখা যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘প্রাক্তন’ সিনেমায়। কিন্তু এই সিনেমায় দুজনের মিল দেখানো হয়নি। এরপর কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘দৃষ্টিকোণ’ সিনেমায় অভিনয়ের পর চার বছরের বিরতি। এবার নিজেদের ৫০তম সিনেমা নিয়ে এই জুটি ফিরছেন কৌশিক গাঙ্গুলীর হাত ধরেই। সুরিন্দর ফিল্মসের ব্যানারে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে লক্ষ্মীপূজার পরে।

এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘আমি আর ঋতুপর্ণা ৫০তম সিনেমায় জুটি বাঁধছি। এখনো সবার কাছে এই খবর পৌঁছায়নি। আমার মনে হয়, ভারতবর্ষ বা গোটা পৃথিবীতে কোনো নায়ক-নায়িকা একসঙ্গে ৫০টা সিনেমায় অভিনয় করেননি। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই এই পথচলাটা সফল হয়েছে।’

পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, ঋতু-বুম্বা জুটির ৫০তম সিনেমাটির দায়িত্ব পেয়ে তিনি খুব খুশি। পরিচালক বলেন, ‘এটা নিশ্চিত যে কোনো সুখী দাম্পত্যের কাহিনি দেখা যাবে না সিনেমায়। তবে শেষটা দেখে

দর্শক খুশি হবেন, এই আশ্বাসটুকু দিতে পারি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + 5 =