ক্যান্সার জয়ের কথা শোনালেন মনীষা

গত রোববার ছিল ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। দিনটিতে সামাজিকমাধ্যমে মিডিয়ায় নিজের ক্যান্সারের চিকিৎসার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন মনীষা কৈরালা। বরেণ্য এই অভিনেত্রী শুনিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার গল্প।

এ অভিনেত্রী লেখেন, ‘জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে যারা ক্যান্সার চিকিৎসার এই জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন, সবার প্রতি অনেক ভালোবাসা। সবার সাফল্য কামনা করি। আমি জানি, এই যাত্রা কঠিন। কিন্তু এও জানি, আপনারা তার থেকেও বেশি কঠিন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল।’

ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার সময় মানুষ হিসেবে নাকি অনেক বদলে গিয়েছিলেন তিনি। সেসব নিয়ে তিনি বলেন, ‘আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতাম। ঘাসের ওপর হাঁটা, বিছানায় বসে জানালা দিয়ে আকাশ, মেঘ, সূর্যোদয়, সূর্যাস্ত দেখে মন ভালো হয়ে যেত। কারণ, আগামীকাল বেঁচে থাকব কিনা, সেটা আমার জানা ছিল না। তাই সব সময় আনন্দে থাকার চেষ্টা করতাম। দুঃসহ পর্যায় পেরিয়ে গিয়েছি সাহসে ভর করে।’

সমকাল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − 3 =