ক্রিকেট কিংবদন্তি ধোনি এবার সিনেমা প্রযোজক

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির প্রথম সিনেমা প্রকাশ পেতে যাচ্ছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে সিনে দুনিয়ায় পা রেখেছেন তিনি।

এই ক্রিকেট তারকা ধোনি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান করেছেন। আর তার স্ত্রী সাক্ষী সিং রাওয়াত তাতে প্রযোজকের দায়িত্ব পালন করছেন।

আগামী ২৮ জুলাই ধোনি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে প্রথম সিনেমা ‘এলজিএম’, যেটির পুরো নাম ‘লেটস গেট ম্যারিড’। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তেলেগু ভাষায়। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়া এতে আরও অভিনয় করেছেন- নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রমেশ থামিলমানি।

ধোনি এন্টারটেইনমেন্ট বা চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী। অবশেষে চলচ্চিত্র নির্মাণের কাজ শেষ করেই বিষয়টি খোলাসা করলেন তারা।

কোনও সিনেমার নায়ক হিসেবে ধোনিকে কখনও দেখা যাবে কি না প্রশ্ন করায় সাক্ষী বলেন, ‘যদি ভালো কিছু হয়, তাহলে তিনি তা করতে পারেন। ক্যামেরার সামনে দাঁড়াতে তার সংকোচ নেই। ২০০৬ সাল থেকে বিজ্ঞাপনে অভিনয় করছেন এবং ক্যামেরার মুখোমুখি হতে তিনি ভয় পান না। তাই, ভালো কিছু হলে তা করতেই পারেন।’

সাক্ষী আরও বলেন, ‘তিনি অ্যাকশন ভালোবাসেন। তাই যদি তাকে সিনেমার নায়ক বানানোর পরিকল্পনা করা হয়, তাহলে সেটা হতে হবে অ্যাকশন ছবি।’

আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম ছবি ‘এলজিএম’ অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’। তেলেগু ভাষায় নির্মিত এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়াও পার্শ্ব চরিত্রে আছেন অভিনেত্রী নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। ছবিটি পরিচালনা করেছেন রমেশ থামিলমানি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 10 =