খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা।

আরও বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও কর এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক মূল্য নিরূপণ করেছে।

পবিত্র রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। বাজারে খেজুরের চাহিদা বাড়ায় দামও এবার বেশ চড়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =