গাজীপুরে সাফারি পার্কে জেব্রা শাবক জন্মেছে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার ঘরে নতুন অতিথি এসেছে।সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে সাফারি পার্কের বেষ্টনীর ভেতর এ জেব্রা শাবকের জন্ম হয়।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, সকালে সাফারি পার্কে জেব্রা শাবকটির জন্ম হয়। পরে শাবকটি তার মায়ের সঙ্গেই পার্কেই ঘোরাফেরা করছে। জেব্রা শাবকটি পুরুষ। এনিয়ে এ বছর জেব্রার ৮টি শাবকের জন্ম হয়েছে। মা জেব্রা এবং শাবক উভয়ে সুস্থ এবং ভালো আছে। ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভূষি খাওয়ানো হচ্ছে।

আগে পার্কে ১৪টি পুরুষ এবং ১৬টি মাদী জেব্রা ছিল। নতুন শাবক নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি।

বাংলানিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × five =