গাজী মাজহারুল আনোয়ারের গানে কণ্ঠ দিলেন রুনা লায়লা

সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের অপ্রকাশিত একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানটির সুর করেছেন গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ‘যদি প্রশ্ন করো’ শিরোনামের এই গানটি সংগীত আয়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি প্রকাশিত হবে টি এম মিউজিক থেকে।

শফিক তুহিন বলেন, একই গানে দুজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পারটা নিঃসন্দেহে আমার সংগীত জীবনের অন্যতম বড় অর্জন। প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের মাসে এ গানটি প্রকাশিত হবে। গানটি শোনার পরে আশা করি সবার মধ্যে সত্যিকারের দেশ প্রেম জেগে উঠবে।

শিগগিরই গানটি ভিডিও আকারে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + 15 =