গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নতুন পোপ নির্বাচনের প্রস্তুতির জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে কার্ডিনালরা রোমে সমবেত হচ্ছেন। খবর বাসস
কিন্তু কার্ডিনাল আসলে কারা?
উচ্চপদস্থ ধর্মগুরু –
কার্ডিনাল (লাতিন ‘কার্ডিনালিস’ শব্দ থেকে আগত) হলেন ক্যাথলিক গির্জার একজন উচ্চপদস্থ ধর্মগুরু, যিনি পোপের শাসনকার্যে তাঁকে সহায়তা করার জন্য মনোনীত হন।
সরকারি মন্ত্রণালয়ের সমতুল্য হলি সী’র বিভিন্ন দপ্তরগুলো প্রধানত কার্ডিনালদের নেতৃত্বে পরিচালিত হয়। তাদের পূর্ণ পদবি হলো ‘হলি রোমান চার্চের কার্ডিনাল’।
ডিনের নেতৃত্বে (বর্তমানে ৯১ বছর বয়সী ইতালীয় জিওভান্নি বাত্তিস্তা রে) কার্ডিনালরা একত্রে
ক্যাথলিক গির্জার সর্বোচ্চ স্তর ‘কার্ডিনাল কলেজ’ গঠন করেন।
কার্ডিনাল একটি পদবি, কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়—এই কারণে অনেক কার্ডিনাল বিশ্বজুড়ে বিভিন্ন ডায়োসিসের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন, আবার কেউ কেউ ভ্যাটিকানের প্রশাসনে (কিউরিয়া) অবস্থান করেন ও রোমেই বাস করেন।