গীতিকার ও গায়ক তরুণ মুন্সীর জন্মদিন আজ

গীতিকার ও গায়ক তরুণ মুন্সীর জন্মদিন আজ। তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন।  জেমসের কণ্ঠে ‘পদ্মাপাতার জল’, ‘আরও কিছুক্ষণ কি রবে বন্ধু,’ মাকসুদের কণ্ঠে ‘মনের অন্তরালে;, টিপুর কণ্ঠে ‘কী করে তোমাকে ভুলে যাব’, খালিদের কণ্ঠে ‘সরলতার প্রতিমা’সহ অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন তরুণ মুন্সী। সুরকার হিসেবেও খ্যাতি আছে তার।

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ট্রাপ’ ছিল তরুনের হাতেই গড়া। প্রায় দুই যুগ পর সেই ব্যান্ড ছেড়ে ‘তরুন ব্যান্ড’ নামে নতুন ব্যান্ড করেন তিনি। ২০০৫ সালে আসে তরুণের প্রথম একক ‘কষ্টের কয়লা’। তিন বছর বিরতির পর ২০০৮ সালে আসে দ্বিতীয় একক ‘স্বার্থপর’। সর্বশেষ ২০১৬ সালে সাউন্ডটেকের প্রযোজনায় অনলাইনে প্রকাশ পায়  তৃতীয় একক অ্যালবাম ‘আঁধার ঘরে একা’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + twenty =