গীতিকার কবির বকুলের জন্মদিন আজ

সাংবাদিক ও গীতিকার কবির বকুলের ৫৬তম জন্মদিন আজ। ১৯৬৬ সালের এই দিনে চাঁদপুরে জন্মগ্রহণ করেন দেশের অন্যতম এই সেরা গীতিকার। বিশেষ করে নব্বইয়ের দশক থেকে শুরু করে বাংলা সঙ্গীতের জনপ্রিয় গানের গীতিকার তিনি।

পাঁচ হাজারেরও বেশি গান লিখেছেন কবির বকুল। তার লেখা গানগুলো বাংলাদেশ ও ভারতের নামকরা সব শিল্পীর কণ্ঠে উঠে জয় করেছে হাজারও শ্রোতার হৃদয়। গীতিকার হিসেবে জিতেছেন চারটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ শুধুমাত্র গীতিকার হিসেবে নয় সাংবাদিকতায়ও ব্যাপক সুনাম রয়েছে তার। দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে কর্মরত ছিলেন তিনি।

১৯৮৬ সাল থেকে কবিতা ও গান লেখালেখির সাথে জড়িত হন কবির বকুল। ১৯৯৪ সালে ‘অগ্নি সন্তান’ চলচ্চিত্রে প্রথম গান লেখেন তিনি। শতাধিক বাংলা ছায়াছবির গান লিখেছেন কবির বকুল। সবমিলিয়ে তার লেখা গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি।

তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে যায় দিন যায় একাকী, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার মাঝে নেই এখন আমি, আসবার কালে আসলাম একা, আকাশ ছুঁয়েছে মাটিকে, নয়নও ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অন্যতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − five =