গুগল টপচার্টের সেরা দশে ‘আমি কী তুমি’!

‘আমি কী তুমি’ মুক্তির তিন দিনেই অভাবনীয় সাড়া ফেলেছে। ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে যার দরুণ কিছুক্ষণ পরপরই ওয়েবসাইট ডাউন হয়ে যাচ্ছে।

প্রকাশ্যে আসার পরদিনই সিরিজটি ফেসবুক ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে আসে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিকি জাহেদ পরিচালিত ‘আমি কী তুমি’-কে ট্রেন্ডিংয়ে দেখা গেছে। শুধু তাই নয়, সিরিজটি জায়গা করে নেয় গুগুল টপ চার্টের সেরা দশেও!

জানা গেছে, বিনোদন ক্যাটাগরিতে গুগল টপ চার্টের সেরা দশের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সদ্য মুক্তি পাওয়া তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’ দেখতে দর্শকদের অভাবনীয় সাড়ার কারণেই এটি সম্ভব হয়েছে।

এ বিষয়ে আইস্ক্রিনের প্রকল্প পরিচালক চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এই রিজিওনে গুগলের টপ টেন অ্যাপসের মধ্যে সপ্তম স্থানে অবস্থান করছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। এত অল্প সময়ে এই অবস্থানে আসা একটি নতুন প্লাটফর্মের জন্য অবশ্যই একটা বড় অর্জন।’

তিনি আরও বলেন, ‘‘আমি কী তুমি’ সিরিজটি মুক্তির পর দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা প্রতিনিয়তই এর ভিউ দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ আমাদের প্লাটফর্মটি সাবস্ক্রাইব করছেন এবং ‘আমি কী তুমি’ দেখছেন। দেশের বাইরে থেকেও দেখার জন্য অনেকেই সাবস্ক্রিপশন করার চেষ্টা করছেন, তাদের পেমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে যেটা আমরা অতি শীঘ্রই সমাধানের চেষ্টা করছি।’

ড্রামা, রোমান্স, সাই-ফাই এবং থ্রিলারের মিশেলে ৮ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জুনায়েদ বোগদাদি, শ্যামল মাওলা। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, তৌহিদা তাসনিম তিফা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − fourteen =