ঘোড়ায় চড়তে গিয়ে মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী

ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়তে পছন্দ করতেন অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা উইয়ার। শুধু চড়তে নয়, ঘোড়া নিয়ে ছুটতেন দুরন্ত গতিতে। মেয়ের এমন শখে ভয়ে থাকতেন তার মা–বাবা—কবে না জানি দুর্ঘটনা ঘটে! তাদের আশঙ্কাই সত্যি হলো। ঘোড়া থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৩ বছর বয়সী এই মডেল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর হিন্দুস্তান টাইমস

গত ২ এপ্রিল অস্ট্রেলিয়ার উইন্ডসর পোলো মাঠে ঘোড়ায় চড়তে গিয়ে এই দুর্ঘটনায় ঘটে। ঘোড়ায় চড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ উল্টে পড়ে ঘোড়াটি। নিচে চাপা পড়েন সিয়েনা। মাথাসহ চোট পান শরীরের একাধিক স্থানে। দ্রুতই হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয় লাইফ সাপোর্টে।

টানা এক মাস লাইফ সাপোর্টে রাখা হলেও কোনো ভালো খবর দিতে পারছিলেন না চিকিৎসকেরা। শেষমেশ পরিবারের সিদ্ধান্তেই খুলে দেওয়া হয় তার লাইফ সাপোর্ট। এরপরই মারা গেলেন ছোটবেলায় মডেলিং জগতে পা রাখা সিয়েনা। মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। ২০২২ সালে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় ফাইনাল পর্বে জায়গা করে নিয়েছিলেন তিনি।

মডেল হওয়ার পাশাপাশি অভিনয়েও বিশেষ আগ্রহ ছিল তার। অভিনয়ে ক্যারিয়ার গড়তে সম্প্রতি ইংল্যান্ডেও চলে এসেছিলেন। তার পরিবারের অনেক সদস্য ইংল্যান্ডে থাকেন। কিন্তু অভিনয়ে তার ক্যারিয়ার গড়া হলো না। তার আগেই তার প্রিয় শখ কেড়ে নিল প্রাণ। সিয়েনার মৃত্যুতে শোক জানিয়েছেন তার বন্ধুবান্ধব, পরিবার এবং সহকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − six =