চঞ্চল অভিনয় করবেন ‘ডিজনি+হটস্টার’ প্ল্যাটফর্মে

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করতে যাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার। ওটিটি প্ল্যাটফর্মর চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়ার এক ফেসবুক পোস্টে এমনটাই জানা গেছে।

সম্প্রতি ‘হইচই’য়ে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে চঞ্চলের অভিনয় নিয়ে বাংলাদেশ ও কলকাতার দর্শকদের মুগ্ধ করছে। চঞ্চলকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন দুই বাংলার দর্শক।

শুধু তাই নয়, ভারতের প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি পর্যন্ত সিরিজটিতে চঞ্চলের অভিয়ের মুগ্ধ হয়েছেন। রোববার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যমে পোস্ট করেও চঞ্চলের অভিনয়ের প্রতি মুগ্ধতার কথা জানান তিনি। এরমধ্যেই জানা গেলো, ডিজনি+হটস্টারের সঙ্গে চঞ্চলের কাজের খবর।

ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা কাপাডিয়া ফেসবুক পোস্ট করে বিষয়টি জানান। ‘কারাগার’ ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ের একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে তার অভিনয়ের প্রশংসা করেন কাপাডিয়া।

এর একটি অংশে তিনি লেখেন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।’

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 3 =