চঞ্চল ও মাহাকে নিয়ে লাভলুর নাটক

অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ঈদের একটি খণ্ড নাটকে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। নাম ‘পোকা দিয়ে পোকা ধরা’। প্রচারিত হবে আসন্ন ঈদের দিন চ্যানেল আইয়ে। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নাঈমা আলম মাহা। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় সর্বশেষ ‘ষন্ডা পান্ডা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন মাহা।

চঞ্চল চৌধুরী বলেন, ‘মঞ্চ আর টিভি নাটকই আমাকে আজকের চঞ্চল চৌধুরী হতে বড় ভূমিকা রেখেছে। সময়ের ধারাবাহিকতায় আমি সিনেমায়, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। কিন্তু মঞ্চ ও টিভি নাটক আমাকে সব সময়ই টানে। তাই সময় বের করে ঠিকই মঞ্চে অভিনয় করি। বিশেষ দিবস বা উৎসবে টিভি নাটকেও অভিনয় করি। শিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব এবং ভালো লাগার বিষয়। লাভলু ভাইয়ের নির্দেশনায় এর আগে বহু নাটকে কাজ করেছি। তিনি মেধাবী ও গুণী অভিনেতা এবং নাট্যনির্মাতা। তাঁর নির্দেশনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি।’

মাহা বলেন, ‘অভিনয়ে আসার আগে যাঁদের অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি, চঞ্চল ভাই তাঁদের অন্যতম। আর সালাহউদ্দিন লাভলুর নির্দেশনা আমার সব সময়ই ভালো লাগে। লাভলু ভাই আগেও আমাকে তাঁর নাটকে অভিনয় করার সুযোগ দিয়েছেন। তাই তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করে আমি অভিনয়ের অনেক কিছুই শিখেছি।’

পোকা দিয়ে পোকা ধরা ছাড়াও সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন মাহা। ঈদ উপলক্ষে বিজ্ঞাপন দুটি প্রচার করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =