চট্টগ্রামের নতুন ব্রীজ মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির নতুন ব্রিজ মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ওম হেয়ার স্টাইল সেলুনে এর উদ্বোধন করেন নাট্যজন লালন দাশ। এ সময় সেলুনের স্বত্বাধিকারী অমর কান্তি দে ও ম্যানেজার জ্যোতি শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, সেলুনের গ্রাহক মো. আব্বাস উদ্দি, নাট্যকর্মী পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে লালন দাশ বলেন, ‘পাঠাগার জাতির মননের প্রতিক। জ্ঞানের আলো বিতরণের ফেরিওয়ালা গোলাম মাওলা জসিমের এক প্রশংসনীয় ও মহতি উদ্যোগ ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে।’ আলো যেমন জাগতিক নিয়মে সব কিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনন চেতনে জ্ঞানের আলো ছড়িয়ে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে উদ্ভাসিত করে।’

তিনি আরো বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি জীবনকে গতিশীল রাখতে দরকার জ্ঞান। জ্ঞান হল মনের খোরাক আর শিক্ষার বাতিঘর হল পাঠাগার। তাই, প্রতিটি দেশেই পাঠাগারের রয়েছে আলাদা মর্যাদা। সেই জায়গা থেকে গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ একটি অসাধারণ ও সময়োপযোগী উদ্যোগ। আমি এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত জ্ঞান বিতরণের সব ফেরিওয়ালাকে সাধুবাদ জানাই ও তাদের এই প্রচেষ্টার সফলতা কামনা করছি।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + twenty =