চতুর্থ বারের মতো বিসিবির সভাপতি হলেন পাপন

নির্বাচনের আগেই ব্যাপারটা অনেকটা নিশ্চিত ছিল। বাস্তবে তেমনটাই হলো। চতুর্থ বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন।

গতকাল বুধবার, ৬ অক্টোবর হয়েছে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ বৃহস্পতিবার, ৭ অক্টোবর সভাপতি নির্বাচনের জন্য বৈঠকে বসেন বোর্ডের ২৫ পরিচালক। বিসিবি সভাপতি হিসেবে বোর্ডের পরিচালকরা নাজমুল হাসান পাপনকেই বেছে নিয়েছেন। বোর্ডের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

বোর্ডের এক পরিচালক জানান, ‘পাপন ভাই ফের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। দুপুর আড়াইটার দিকে পরিচালনা পর্ষদের বৈঠকে পাপন ভাইকে সভাপতি চূড়ান্ত করা হয়েছে।’

তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিসিবি। বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নাজমুল হাসান পাপন ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি ছিলেন। পরে ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি।

ক্যাটাগরি-২ মানে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। ৫৭ ভোটের মধ্যে তিনি পেয়েছেন সর্বোচ্চ ৫৩ ভোট। পাপনের সমান ৫৩টি করে ভোট পেয়েছেন গাজী গোলাম মুর্তজা ও এনায়েত হোসেন সিরাজও।

বিসিবি’র আগের পরিচালনা পর্ষদের ২৫ জনের মধ্যে ১৯ জনই পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন। সর্বনিম্ন দুই ভোট পেয়ে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট।

বিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =