চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন সিয়াম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন সিয়াম। ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হওয়া এ নায়ক ৫ বছর পর সমিতির সদস্যপদ পেলেন।

জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী অনেক আগেই সমিতির সদস্য পদের যোগ্য ছিলেন ঢাকাই ছবির এই নায়ক। এ পর্যন্ত প্রায় ১০টি সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গেল মাসে সমিতির সপ্তম মিটিংয়ে সিয়ামের আবেদন জমা হয়। এরপর তিনি পূর্ণ সদস্য পদ পান।

পাঁচ বছরের ক্যারিয়ার, অভিনয় করেছেন দশটিরও বেশি সিনেমায়। এরমধ্যেই ২০২০ সালে ‘বিশ্বসুন্দরী’ ও ২০২১ সালে ‘মৃধা বনাম মৃধা’ দিয়ে পরপর দুইবার জিতে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চিত্রনায়ক সিয়াম আহমেদ অল্প সময়েই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন চিত্রপাড়ায়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। শিগগিরই কলকাতার সিনেমায় অংশ নিতে ঢাকা ত্যাগ করবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − nineteen =