চারটি নতুন প্রিমিয়াম বাইক আনছে হিরো

জনপ্রিয় বাইক সংস্থা হিরো চারটি নতুন প্রিমিয়াম বাইক নিয়ে কাজ করছে। যেগুলো কোর প্রিমিয়াম ও আপার প্রিমিয়ামের মতো সেগমেন্টে চালু করা হবে। মূল প্রিমিয়াম বাইক সেগমেন্টে একটি সম্পূর্ণ-ফেয়ারড করিজমা এক্সএমআর এবং একটি নেকেড স্ট্রিট ফাইটার থাকতে পারে।

এছাড়া শিগগির লঞ্চ হচ্ছে হিরোর হার্লে-ডেভিডসন এক্স৪৪০ এবং একটি স্ট্রিট ফাইটার বাইক আসতে চলেছে ৷ এই মডেলগুলোতে ২০০সিসি থেকে ৪০০সিসির মধ্যে ইঞ্জিন থাকবে। এছাড়া হিরো আগামী বছরের মধ্যে ১০০টিরও বেশি নতুন ডিলারশিপ চালু করতে পারে।

জনপ্রিয় কারিজমাকে ফিরিয়ে আনতে চলেছে কোম্পানি। যেটিতে এখন ব্র্যান্ড নিউ লিকুইড-কুলড ২১০সিসি ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিন ২৫পিএস শক্তি এবং ২০এনএম টর্ক জেনারেট করতে পারে। এর নাম হতে পারে হিরো কারিজমা এক্সআরএম ২১০। বাইকটিতে রয়েছে সম্পূর্ণ এলইডি আলো, বড় জ্বালানি ট্যাঙ্ক, হাই-সেট ক্লিপ-অন হ্যান্ডেলবার, একটি স্প্লিট সিট, ঐতিহ্যবাহী টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, মনোশক রেয়ার সাসপেনশন এবং এবিএস সহ সামনে ও পিছনের ডিস্ক ব্রেক।

অন্যদিকে হারলে-ডেভিডসন এক্স৪৪০ আসছে এ বছরই। ধারণা করা হচ্ছে ভারতীয় বাজারে আগামী মাসেই লঞ্চ করবে বাইকটি। এটি একটি ৪৪০সিসি,সিঙ্গল-সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করবে। একটি একক ডাউনটিউব ফ্রেম, একটি ইউএসডি ফর্ক এবং টুইন শক শোষক রয়েছে। এতে এমআরএফ টায়ারসহ ১৮/১৭ ইঞ্চি চাকা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =