চিত্রনায়িকা সাহারার জন্মদিন আজ

সাহারা ১৯ জুন ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। সাহারার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাড়াও (২০০৩) চলচ্চিত্রের মাধ্যমে। তিনি প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন।।এছাড়া তার অন্যান্য ব্যবসাসফল চলচ্চিত্রসমূহ হল বলবো কথা বাসর ঘরে, ভালোবেসে বউ আনবো, প্রেম কয়েদী, রাস্তার ছেলে, সাহেব নামে গোলাম, ৫ টাকার প্রেম, বড়লোকের ১০ দিন গরীবের ১ দিন, বস নাম্বার ওয়ান ইত্যাদি।

সাহারা ২০০৩ সালে শুরু করেন অভিনয় জীবন ‘রুখে দাড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে। তবে এই ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। দ্বিতীয় চলচ্চিত্র ‘ভাড়াটে খুনি’ও ফ্লপ হয়। এই সময়ে তিনি আলেকজান্ডার বো’র সাথে ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’ এর মত মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন। ‘অর্ডার’ ছবিতে আলেকজান্ডার বো ও তার উপর চিত্রায়িত কণ্ঠশিল্পী আগুনের গাওয়া ‘চন্দ্রিমা’ গানটি তাকে জনপ্রিয়তা পাইয়ে দেয়। এই গানটি মূলত অন্তরা মালির বিখ্যাত গান ‘মাখমাল এই বাদান’ এর পুনঃসংস্করণ। এরপর তিনি রুবেল ও রিয়াজের সাথে ‘বিষাক্ত চোখ’ চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৮ সালে শাকিব খানের সাথে বদিউল আলম খোকনের প্রণয়ধর্মী ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম সফলতা অর্জন করেন। এই ছবিতে তাকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্মার্ট ও অহংকারী চরিত্রে দেখা যায়।

প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের সফলতা পর তিনি বেশ কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়। এই চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে বলবো কথা বাসর ঘরে, ভালোবেসে বউ আনবো, প্রেম কয়েদী, রাস্তার ছেলে, সাহেব নামে গোলাম, পাঁচ টাকার প্রেম, বড়লোকের দশ দিন গরীবের একদিন।

২০১১ সালে তার অভিনীত বন্ধু তুমি শত্রু তুমি ছবিটি মোটামুটি মানের ব্যবসা করে। এরপর শাকিব খানের বিপরীতে অভিনীত তার বস নাম্বার ওয়ান চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। পরের বছর শাকিবের বিপরীতে তার খোদার পরে মা ও মাই নেম ইজ সুলতান ছবি দুটি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। সর্বশেষ তাকে ২১ মার্চ, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তোকে ভালোবাসতেই হবে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে। ২০১৫ সালে বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেন।

ছোটবেলা থেকেই সাহারা নাচ শিখেছেন নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে। ২০০৫ সালে বাবাকে হারানোর পর তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে ২০১৫ সালের ৮ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × five =