চিরকুটের নতুন অ্যালবাম ‘পেন্ডুলাম’

নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ‘চিরকুট’। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘পেন্ডুলাম’। চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনেক দিন থেকেই শ্রোতারা বলে আসছিলেন আমাদের নতুন গান আর অ্যালবামের কথা। তাঁদের কথা চিন্তা করেই আমরা নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। নতুন এই অ্যালবামে ১১টি গান থাকবে। বলা যেতে পারে যত্ন নিয়ে চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। আশা করছি, নতুন অ্যালবামের গানগুলো শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবে।” ক’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চিরকুট তাদের ভক্তদের কাছে চতুর্থ অ্যালবামের নাম চায়। তাদের এই ঘোষণায় ৫০টিরও বেশি নাম জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে পেন্ডুলাম নামটি বাছাই করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 4 =