চিরকুটের লাভ ক্যাম্প

ব্যান্ডের পাশাপাশি সিনেমার গানেও পাওয়া যায় ব্যান্ড চিরকুটকে। এ ছাড়া অডিও প্ল্যাটফর্ম স্পটিফাইতে বেশ কিছু নতুন গান প্রকাশ পেয়েছে ব্যান্ডটির। সেই গানগুলো শ্রোতাদের আরও নাগালের মধ্যে আনতে নতুন প্রজেক্ট নিয়ে এসেছে চিরকুট। ‘দ্য লাভ ক্যাম্প’ নামের এই প্রজেক্টে স্পটিফাই ও সিনেমার নতুন গানগুলো নতুনভাবে ভিডিও করে প্রকাশ করা হবে চিরকুটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

নতুন এই প্রজেক্ট নিয়ে চিরকুট ব্যান্ডের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘দ্য লাভ ক্যাম্প’ উষ্ণতা ছড়াবে আমাদের ৬টি নতুন মৌলিক গান নিয়ে। যেগুলো স্পটিফাই, বিভিন্ন সিনেমা ও অন্যান্য মাধ্যমে প্রকাশ পেয়েছে। গানগুলো থাকবে চিরকুটের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।’

বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে লাভ ক্যাম্প প্রজেক্টের প্রথম গান ‘রোবট’। গানটি ব্যবহৃত হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অন্তর্জাল’ সিনেমায়। গানটি লিখেছেন ও সুর করেছেন চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি। নতুন ভিডিওতে দেখা গেছে ব্যান্ডের সব সদস্যকে।

‘দ্য লাভ ক্যাম্প’ প্রজেক্টের পাশাপাশি কনসার্টে ব্যস্ত সময় পার করছে চিরকুট। গতকাল তারা গান পরিবেশন করেছে ঢাকার পূর্বাচলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − three =