চিরকুটের ৪ কনসার্ট

জাতীয় নির্বাচন শেষে আবারও পুরোনো চেহারায় ফিরছে কনসার্ট। ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন জায়গায় কনসার্টের খবর পাওয়া গেছে। কনসার্টে ব্যস্ত সময় পার করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুটও। আগামী সপ্তাহে পাঁচ দিনে চারটি কনসার্টে অংশ নেবে দলটি। ব্যান্ডের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি এ তথ্য জানান।

চিরকুটের এই কনসার্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। সেদিন বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসবে গান শোনাবে তারা। এর পরদিন ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন মাতাবে ব্যান্ডটি। ১৩ ফেব্রুয়ারি সাভার ও সফিপুরের বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত কনসার্টে অংশ নেবে চিরকুট। এ মাসে আরও বেশ কিছু কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করছে চিরকুট। চূড়ান্ত হলে এ মাসেই আরও কয়েকটি কনসার্টে শোনা যাবে চিরকুটের গান।

এদিকে ফেব্রুয়ারি মাসে ঢাকায় রয়েছে বড় দুই কনসার্ট। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। মূল আকর্ষণ নগরবাউল জেমস। তালিকায় আরও আছে ব্যান্ড আর্টসেল, ভাইকিংস, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, ব্লু জিনস ও প্লাজমিক নক। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =