‘চ্যানেল আই’র ২৫ বছরে পদার্পণ আজ

বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর জন্মদিন আজ। পথ চলার ২৪ বছর পূর্ণ করে আজ রোববার (১ অক্টোবর) থেকে ২৫ বছরের পথচলা শুরু হয়েছে চ্যানেল আই’য়ের। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল ক্ষণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অনেকেই।

‘পঁচিশে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’- এ স্লোগান নিয়ে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করবে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষ। ঢাকার তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব ভবন প্রাঙ্গণে আজ দিনভর আয়োজন রয়েছে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। দিনটি উপলক্ষে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আজকে চ্যানেল আইয়ের ২৫ বছরে বলতে পারি অন্তত একজন মানুষ তার জীবন নির্ধারণ করে। টেলিভিশনকে ভালোবেসে জীবনকে পরিচালিত করেছে। প্রসঙ্গক্রমে বলতে পারি, একজন আবদুল্লাহ আবু সায়ীদ, মমতাজউদদীন আহমদ, জামিল চৌধুরী, ডা. বদরুদ্দোজা চৌধুরী, আসাদুজ্জামান নূর, মুস্তাফা মনোয়ার, মেয়র আনিসুল হক, শাইখ সিরাজ, ফেরদৌসী রহমান কিংবা ফেরদৌসী মজুমদার, রেজওয়ানা চৌধুরী বন্যা, জুয়েল আইচ, হানিফ সংকেত, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন- প্রত্যেকের জীবনে সফল হওয়ার পেছনে রয়েছে টেলিভিশন। তাঁদের পেশাগত পরিচয় ছাপিয়ে তারা মানুষের প্রিয়মুখ হয়ে উঠেছেন। তাঁদের বৃহত্তর জীবনের সাফল্যের পেছনে টেলিভিশনের ব্যাপক অবদান রয়েছে। ঢাকায়, উপমহাদেশের প্রথম টেলিভিশনের ৫৮ বছর এবং চ্যানেল আইয়ের ২৫ বছরে প্রত্যাশা, আমাদের টেলিভিশন হোক সবার বন্ধু। জয় হোক টেলিভিশনের। জয়তু টেলিভিশন। অন্যদিকে চ্যানেলটির পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ছোট্ট একটি পরিবার থেকে বিশ্বময় বাঙালির মাঝে স্বপ্ন ও শপথের এক আলোকবিন্দু হয়ে ওঠা একটি গণমাধ্যম চ্যানেল আই। এটি বাংলাদেশের গত ২৪ বছরের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা একটি বর্ণিল ক্যানভাস। আজ শুধু অগণন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। মানুষের ভালোবাসার তোড়ে সেগুলো উতরে গেছে চ্যানেল আই। আজ গণমাধ্যম বহুমাত্রিক হয়েছে। ব্যক্তি মানুষ একাকী গণমাধ্যম হয়ে সবকিছুকে যেন হাতের মুঠোয় ধরতে পারছে। আসলে সেটি এক ধূম্রজাল।  গণমাধ্যম হিসেবে টেলিভিশন যে বিশালতা, যে গণদায়িত্ব, যে কর্তব্য ধারণ করে, সেই পূর্ণতা অর্জন করা কেবল টেলিভিশন শিল্পের পক্ষেই সম্ভব। বিশ্বময় বাঙালি বন্ধুদের জন্য ছড়িয়ে দিলাম পঁচিশের উচ্ছ্বাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + ten =