চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে পাকিস্তান

রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে না খেলার সিদ্ধান্তে ভারত অনড় থাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে বেছে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর বাসস।

এমনটাই জানিয়েছেন ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানিয়েছে আট দলের ইভেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টের ম্যাচ ভারতের মাটিতে খেলবে না পাকিস্তানও। এক মাসব্যাপী স্থবিরতার পর অবশেষে একটি সমঝোতায় আসে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।

পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নিয়েছে পাকিস্তান। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে।’

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। আসন্ন আসরে স্বাগতিক পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান অংশ নিবে। আগামী সপ্তাহে টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করতে পারে আইসিসি।

২০০৮ সালের মুম্বাই হামলার পর রাজনৈতিক টানাপোড়েনে টেস্ট সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ২০১২ সালে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দু’দল। ঐবার ভারত সফর করেছিলো পাকিস্তান। এরপর থেকে আইসিসি বা এসিসির ইভেন্টে দেখা হয় দু’দলের।

গত বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 + 8 =