ছাড়পত্র পেল ‘আহারে জীবন’

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। তার অভিনীত ‘আহারে জীবন’ সিনেমা বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর ছাড়পত্রের খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, আজ বিনা কর্তনে ছাড়পত্র পেলাম। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার নাম ‘আহারে জীবন’। এ সিনেমা পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। ফেরদৌস আহমেদের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা। তাদের সঙ্গে আরও অভিনয় করেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রত প্রমুখ।

সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে তিনি বলেন,‘সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেবো। সবাই মিলে সিদ্ধান্ত নেবো কবে মুক্তি দেওয়া যায়। মুক্তিতে তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেবো।’করোনাকালীন সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর শুটিং শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + 2 =