ছায়ানটে পঞ্চকবির গানে ঋতুবন্দনা

পঞ্চকবির গানে ঋতুবন্দনায় মুখর হল ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন।

গত শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ‘নন্দন’ এর আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের ঋতুবন্দনার গান পরিবেশন করেন শিল্পীরা। বিডিনিউজ২৪.কম

অনুষ্ঠান উৎসর্গ করা হয় ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সদ্য প্রয়াত সন‌্জীদা খাতুনকে।

নন্দনের পরিচালক ফেরদৌসী কাকলী বলেন, ২০০৩ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। এটি মূলত শ্রোতার আসর। এটি ৭৯তম আয়োজন।

শিল্পী ইন্দ্রানী মোদকের কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘দ্বিজেন্দ্রগীতি’র মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি গেয়ে শোনান ‘আজি নুতুন রতনে’, ‘আয়রে বসন্ত’ ও ‘আমরা মলয় বাতাসে’ গান।

এরপর ইরাবতী মন্ডল গেয়ে শোনান ‘এসো এসো ওগো শ্যামছায়া’ ও ‘আজ সবার রঙে’ দুটি গান। শিল্পী সামিয়া আহসান গেয়ে শোনান অতুলপ্রসাদ সেনের গান ‘কে গো গাহিলে পথে’, ‘আমি বাঁধিনু তোমার’ ও ‘বধুয়া নীদ নাহি আঁখিপাতে’ গান। মেরী দেবনাথ গেয়ে শোনান রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’ ও ‘জাগাও পথিকে’ গান।

জুয়েনা ইয়াসমিন ‘আজ বাদল ঝরে মোর’, থৈ থৈ জলে ডুবে’ ও ‘মাদল বাঁজিয়ে এলো’ এবং নবনীতা জাঈদ চৌধুরী গেয়ে শোনান ‘আমরা এমনি এসে ভেসে’ ও ‘এ কী মধুর ছন্দ’ গান। গায়ত্রী আচার্য্য গেয়ে শোনান ‘ঘরেতে ভ্রমর এল’ ও ‘ওই বুঝি কাল বৈশাখী’ গান।

নির্ঝর চৌধুরী গেয়ে শোনান রজনীকান্তের ‘ধীরে সমীরে চঞ্চল’ ও ‘প্রেমে জল হয়ে যাও’ গান। শিল্পী আবিদা রহমান সেতু গেয়ে শোনান ‘মেঘেরা দল বেঁধে যায়’ ও ‘বধূ এমন বাদলে তুমি’ গান।

সবশেষে মঞ্চে আসেন শিল্পী রুদ্র দাস। তিনি গেয়ে শোনান ‘শাওন আসিল ফিরে’ ও ‘এসো শারদ প্রাতের পথিক’ গান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =